তথ্য হাল নাগাদ কার্যক্রম চলমান
১/শাখা বিষয়ে বিস্থারিত তথ্যঃ- কুমিল্লা সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখা হতে বর্তমানে ট্রেড লাইসেন্স ম্যানুয়েল এবং অনলাইন দুই ভাবেই প্রদান করা হয় ও পায়ে চালিত রিক্সা লাইসেন্স প্রদান করা হয়। এই সকল লাইসেন্স এর সকল তথ্য রেজিষ্টারের মাধ্যমে সংরক্ষণ করা হয় ।
ক) লক্ষ্যঃ- বর্তমানে আমরা সিটি কর্পোরেশন এলাকা হতে ৮০% ব্যাবসায় প্রতিষ্ঠানের লাইসেন্স আওতায় আনতে পেরেছি। আমাদের লক্ষ্য ১০০% ব্যাবসায় প্রতিষ্ঠানকে লাইসেন্সের আওতায় আনা আমাদের লক্ষ্য ।
খ) কার্যাবালীঃ- কুমিল্লা সিটি কর্পোরেশন হতে বর্তমানে ম্যানুয়েল এবং অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান করা হয় ও পায়ে চালিত রিক্সার লাইসেন্স প্রদান করা হয় । কুমিল্লা সিটিকর্পোরেশন হতে সেপ্টেম্বর মাসে থেকে ক্যাম্পিং এর মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ২৭ টি ওয়ার্ডে কুমিল্লা সিটি কর্পোরেশন হতে অভিযান পরিচালনা করে লাইসেন্স প্রদান এ লাইসেন্স এর ফি আদায় করা হয়।
গ) শাখারসাধারণ তথ্যবলী (একনজরে)
ওয়ার্ড নং |
লাইসেন্স সংখা |
মোট আয় |
১ নং থেকে ২৭ নং |
১০,৭৫০ টি |
৩,৫৮,৩৯৯৫০/- (২০২০-২০২১) |
|
|
|
লাইসেন্স থেকে আয় দশ বছরঃ
অর্থ বছর |
মোট আয় |
২০১১-২০১২ |
৯২,৪৪,৫৩০/- |
২০১২-২০১৩ |
৯৭,৩১,০৯০/- |
২০১৩-২০১৪ |
১,০৮,১২,৩৩০/- |
২০১৪-২০১৫ |
১,২০,৮৫,৫৮৫/- |
২০১৫-২০১৬ |
২,১৩,৫৮,৪৩৩/- |
২০১৬-২০১৭ |
১,৯৭,৮৮,৩০০/- |
২০১৭-২০১৮ |
২,৩৬,৩৬,৭৭৫/- |
২০১৮-২০১৯ |
২,৬১,৬৩,১০৭/- |
২০১৯-২০২০ |
২,৭৮,৩৬,১২০/- |
২০২০-২০২১ |
৩,৫৮,৩৯,৯৫০/- |
|
|
|
|
২। নাগরিক সেবাঃ-
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রযোজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল নাম্বার |
ট্রেড লাইসেন্স |
ম্যানুয়েল ও অনলাইন প্রদান
|
আবেদন ফরম, এন আই ডি ফটোকপি ও ভাড়ার,চুক্তি পত্র |
২০১৬ এর তফসিল অনুযায়ী গ্রাহক সরাসরি ব্যাংকে জমা প্রদান করে |
২ কার্য দিবস |
কাজী আতিকুর রহমান (০১৭১৬৮৯৩০৬১) মোঃ রোবিউল ইসলাম চৌধুরী ০১৮১৮২৭০১০৬
|
|
|
|
|
|
|
৩।শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল = আর্দশ কর তফসিল-২০১৬
৪। শাখার কর্মকর্তা ও কর্মচারীদেরমধ্যে কর্মবন্টন ও বিভাজন মোবাইল নাম্বার ।
এলাকা/কাজের নাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের নাম, পদবী ও মোবাইল নাম্বার |
অঞ্চল-১ ওয়ার্ড নং ১ থেকে ১৮ |
কাজী আতিকুর রহমান ( লাইসেন্স অফিসার) ০১৭১৬৮৯৩০৬১
|
অঞ্চল-২ ওয়ার্ড নং ১৯ থেকে ২৭ |
মোঃ রোবিউল ইসলাম চৌধুরী ( লাইসেন্স পরিদর্শক) ০১৮১৮২৭০১০৬
|
৫। শাখার কাজের বিস্তারিত পরিসংখ্যান, অতীতে রেকর্ড-বর্তমান অবস্থা-ভবিষ্যত পরিকল্পনা (যদি থাকে)
ক)
খ)
গ)
৬) এই শাখার কাজের কিছু সচিত্রছবি
১৯-২৭ নং ওয়ার্ড
১/ শাখা বিষয়ে বিস্তারিত তথ্যঃ-
ক) লক্ষ্যঃ- অঞ্চল -০৩, ওয়ার্ড নং (১৯-২৭) এ অবস্থিত সকল ব্যাবসা প্রতিষ্ঠানকে দ্রুত ট্রেড লাইসেন্স এর আওতায় এনে রাজস্ব আদায় বৃদ্ধি করা।
খ)কার্যাবালীঃ- কুমিল্লা সিটি কর্পোরেশন হতে বর্তমানে ম্যানুয়েল এবং অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান করা হয় এবং পায়ে চালিত রিক্সার লাইসেন্স প্রদান করা হয় । কুমিল্লা সিটি কর্পোরেশন হতে সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পিং এর মাধ্যমে বিভিন্ন মার্কেট ও (১৯-২৭) নং ওয়ার্ডের এলাকা ভিত্তিক ভ্রাম্যমান টিম এর মাধ্যমে তাৎক্ষণিক আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি আদায় পূর্বক ট্রেড লাইসেন্স প্রদান করা।
গ) শাখার সাধারণ তথ্যবলী (একনজরে) ঃ
ওয়ার্ড নং |
লাইসেন্স সংখ্যা (২০২০-২০২১) |
মোট আয় ( ম্যনুয়াল এবং অনলাইন) |
(১৯-২৭) |
২২৫৭ টি |
৯০,৩৯,২৭১/- (২০২০-২০২১) |
২। নাগরিকসেবাঃ-
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রযোজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধপদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল নাম্বার |
ট্রেড লাইসেন্স প্রদান |
ম্যানুয়েল ও অনলাইনে প্রদান
|
আবেদন ফরম, এনআইডি/পাসপোর্ট/ জন্ম নিবন্ধন ফটোকপি ও ভাড়ার চুক্তিপত্র/ হোল্ডিং টেক্স পরিশোধের ফটোকপি |
আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি ব্যাংকে জমা পূর্বক ম্যানুয়াল ট্রেড প্রদান এবং ই- ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ পূর্বক ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
|
সর্বোচ্চ ২ কার্যদিবস এর মধ্যে আবেদনের নিষ্পত্তি করা হয়। |
মোঃ রবিউল ইসলাম চৌধুরী ০১৮১৮২৭০১০৬
|
৩। শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল = আর্দশকর তফসিল, ২০১৬
৪।শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্মবন্টন ও বিভাজন মোবাইল নাম্বার ।
এলাকা/কাজেরনাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদেরনাম, পদবী ও মোবাইল নাম্বার |
অঞ্চল-২ ওয়ার্ড নং (১৯ – ২৭) ট্রেড লাইসেন্স আবেদন তদন্ত, পরিদর্শন এবং লাইসেন্স প্রস্তুত |
মোঃ রবিউল ইসলাম চৌধুরী, পদবীঃ লাইসেন্স পরিদর্শক (চঃদাঃ), মোবাইলঃ ০১৮১৮২৭০১০৬
|
অঞ্চল-২ ওয়ার্ড নং (১৯ – ২৭) লাইসেন্স প্রস্তুত |
মোসাঃ নাছরিন সুলতানা কাকুলী পদবীঃ লাইসেন্স পরিদর্শক (অতিঃ দাঃ) মোবাইলঃ ০১৭৩৪৬১৩৩০২
|
রেজিষ্টার লেখা, ট্রেড লাইসেন্স আবেদনে সহায়তা করা |
মোঃ কামাল খান পদবীঃ এম আর কর্মী, মোবাইলঃ ০১৮১৪৯৭২১৩৫ |
লাইসেন্স শাখার যাবতীয় কাজে সকলকে সহায়তা করা/ অফিস সহায়ক |
মোঃ এনামুল হক পদবীঃ এম আর কর্মী, মোবাইলঃ ০১৯৩১১২৭০৮৯ |