তথ্য হাল নাগাদ কার্যক্রম চলমান
১। শাখাবিষয়েবিস্তারিততথ্য:
ক) লক্ষ্য:
শত ভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা, নিরাপদ খাদ্যনিশ্চিত করা,
খ) কার্যাবালী:
জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিরাপদ খাদ্য ও স্যানিটেশন, পশু জবাই।
গ) শাখার সাধারণ তথ্যাবলী (একনজরে)
বিস্তারিততথ্য:
কুমিল্লা সিটি কর্পোরেশন |
পূরাতন জন্ম নিবন্ধন |
নতুন জন্ম নিবন্ধন |
মোট জন্ম নিবন্ধন |
মৃত্যু নিবন্ধন |
মোট মৃত্যু নিবন্ধন |
কুমিল্লা সিটি কর্পোরেশন |
সাবেক কুমিল্লা পৌরঃ ১,৮৩,৯৫০ সাবেক সদর দক্ষিণ পৌরঃ ৬৩,৩৮০ |
১,৩৩,৭৯৭ |
৩,৮১,১২৭ |
ম্যনুয়েলঃ ৯,৯০২ অনলাইনঃ ৬২২ |
১০,৫২৪ |
২।নাগরিক সেবা:
সেবারনাম |
সেবাপ্রদানপদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয় কাগজ পত্র |
সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবাপ্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
জন্ম ও মৃত্যু নিবন্ধন ,সংশোধোন, পুনঃমদ্রণ |
bdris.gov.bd ওয়েব সাইডে অনলাইনে আবেদন করবেন। যে কোন তথ্য সংশোধনের আবেদন সিটি কর্পোরেশোন অনুমোদন করার পর তা DDLG স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার অনুমোদন নিতে হবে। |
জন্ম নিবন্ধনঃ আবেদন ফর্মের প্রিন্ট কপি, বয়স প্রমাণ পত্র,জন্ম তারিখ যদি ০১/০১/২০০১ এর পর হয় তাহলে পিতা ও মাতার জন্ম নিবন্ধন আর জন্ম তারিখ যদি ০১/০১/২০০১ এর পূর্বে হয় তাহলে পিতা ও মাতার আইডি কার্ড ও ঠিকানা প্রমান পত্র |
১। জন্ম ও মৃত্যুর ৪৫ ( পঁয়তাল্লিশ)দিন পর্যন্ত বিনা মূল্যে। ২। জন্ম ও মৃত্যুর ৪৫ ( পয়তাল্লিশ)দিন পর হইতে ৫ (পাচঁ)বছর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন( সাকুল্যে) ২৫ টাকা ৩। জন্ম ও মৃত্যুর ৫ (পাচঁ) বছর পর কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন( সাকুল্যে) ৫০ টাকা ৪। জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা ৫। জন্ম তারিখ ব্যতিত অন্য সলক তথ্য সংশোধোন ৫০ টাকা ৬। তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ ( বিনা মূল্যে) ৭। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সনদের নকল কপি ৫০ টাকা
|
০৩ তিন দিন |
** সাবেক কুমিল্লা পোরসভার জন্ম ও মৃত্যু গূলোঃ ১। মোঃ নাজিম উদ্দিন ফুড এন্ড স্যানিটেশন অফিসার মোবাইলঃ ২। মোঃ মেছবাহ উদ্দীন ফুড এন্ড স্যানিটেশন অফিসার মোবাইলঃ **সাবেক সদর দক্ষিণ পৌরসভার জন্ম ও মৃত্যু গূলোঃ ১। মোসাঃ খালেদা আক্তার মোবাইলঃ ** সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ের ( ওয়ার্ড সচিব) গণ ।
|
২। আভ্যন্তরীণসেবা
সেবারনাম |
সেবা প্রদা নপদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয়কাগজপত্র |
সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
১) নিরাপদ খাদ্য ও স্যানিটেশন, ২)পশুজবাই, ৩)প্রিমিসেন্স নিবন্ধন/ লাইসেন্স |
১) নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ২) অভিযোগের ভিত্তিতে ৩) জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে ৪) জবাইখানা পরিদর্শনের মাধ্যমে ৫) প্রিমেসেন্স নিবন্ধন আবেদন প্রাপ্তির পর উক্ত প্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন প্রতিবেদনের মাধ্যমে। |
১,২,৩,৪ প্রযোয্য নয়
৫) প্রিমেসেন্স নিবন্ধন আবেদন ফর্ম পুরন করে সাথে ট্রেড লাইসেন্স , মালিকের আইডি কার্ডের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সিভিল সার্জেন কর্তৃক কর্মচারী দের মেডিকেল সনদ পত্র |
১,২,৩,৪ বিনা মূল্যে
৫) প্রিমিসেন্স আবেদন ফর্ম মূল্যঃ ২০/= নিবন্ধন ফিঃ ২০০/= ভ্যাট চালানঃ ৩০/= |
নিয়মিত ভাবে
৫) ৭ দিন |
১) মোহাম্মদ মেছবাহ উদ্দীন ভূঁঞা ফুড এন্ড স্যানিটেশন অফিসার ০১৭১৬৩২২৮১৪ ২) মোহাম্মদ নাজিম উদ্দিন ফুড এন্ড স্যানিটেশন অফিসার ০১৭১০৬৪৩৯৪৭ |
৩।শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএ ফফাইল
ক) জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৩ ( শংশোধিত )
খ) জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮
গ) নিরাপদ খাদ্য আইন ২০১৩
ঘ) পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১
ঙ) ভোক্তা অধিকার আইন ২০০৯
০৪। শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্ম বন্টন ও বিভাজন মোবাইল নম্বরসহ
০১ |
এলাকা/ কাজেরনাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম, পদবী ও মোবাইল নম্বর |
০২ |
১-১৮নং ওয়ার্ড জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিরাপদ খাদ্য ও স্যানিটেশন, পশু জবাই। |
মোহাম্মদ মেছবাহ উদ্দীন ভূঁঞা ফুড এন্ড স্যানিটেশন অফিসার ০১৭১৬৩২২৮১৪ |
০৩ |
১৯-২৭ নং ওয়ার্ড জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিরাপদ খাদ্য ও স্যানিটেশন, পশু জবাই। |
মোহাম্মদ নাজিম উদ্দিন ফুড এন্ড স্যানিটেশন অফিসার ০১৭১০৬৪৩৯৪৭ |
০৪ |
উক্ত শাখার নথি পত্র প্রস্তুত ও সংরক্ষণ |
মোসাম্মৎ ফেরদৌসী আক্তার উচ্চমান সহকারী ০১৬২০৩৭৫৭৫৭
|
০৫ |
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম মনিটরিং ও রিপোর্ট সংগ্রহ,প্রেরণ |
মোঃ মাকসুদুল হাসান জুয়েল স্বাস্থ্য সহকারী ০১৮১৮১০৮০৯৮ |
০৬ |
বিলুপ্ত কুমিল্লা পৌরসভার অনলাইন কৃত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধণ,পুনঃমূদ্রন |
মোসলিমা আক্তার এম আর ০১৯৫১৮৮৩৩৭১ |
০৭
|
বিলুপ্ত কুমিল্লা পৌরসভার অনলাইন কৃত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধণ,পুনঃমূদ্রন |
কামরুন্নেছা আজিজ এম আর ০১৭১৬৮৬৭৫৭০ |
০৮ |
বিলুপ্ত কুমিল্লা পৌরসভার অনলাইন কৃত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধণ,পুনঃমূদ্রন |
সাদ্দির আল রশিদ এম আর ০১৭১৫৬০৬২০১ |
০৯ |
বিলুপ্ত কুমিল্লা পৌরসভার অনলাইন কৃত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধণ,পুনঃমূদ্রন |
মোঃ মুশফিকুর রহমান এম আর ০১৮২৬২৪২৬৯৫ |
০৫। শাখার কাজের বিস্তারিত পরিসংখ্যান, অতীত রেকর্ড-বর্তমান অবস্থা-ভবিষ্যত পরিকল্পনা (যদিথাকে)
ক)
খ) পশুজবাই, কসাইখানা বিষয়ক তথ্যঃ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুজানগর নামক স্থানে একটি পশু জবাই খানা আছে উক্ত জবাই খানায় পশুর স্বাস্থ্য পরীক্ষার পর পশু জবাই হয়ে থাকে। সূর্য উদয়ের সাথে সাথে বা ভোর ৫.৩০ মিনিটের সময় থেকে শুরু করে সকাল ৮ ঘটিকা পর্যন্ত উক্ত জবাইখানায় পশু জবাইর কাজটি সপূর্ণ করা হয় পরে জবাইকৃত পশূ বিভিন্ন বাজারে বিক্রিয়ের জন্য নেওয়া হয়। এখানে গরু, মহিষ, ছাগগ, ভেড়া জবাই হয়ে থাকে।
গ)
০৬। এ শাখার কাজের কিছু সচিত্র ছবি
০৮। বিভিন্ন ফরম এর নাম ও পিডিএফকপি
০৯। যোগাযোগঃ মোহাম্মদ মেছবাহ উদ্দীন ভূঁঞা , ফুড এন্ড স্যানিটেশন অফিসার, মোবাইল নং- ০১৭১৬৩২২৮১৪
১০। গত ১ বছরের অর্জন বা কাজের তালিকাঃ (ক) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ২৭টি ওয়ার্ড কার্যালয়ে আলাদা আলদা পাসওয়ার্ড প্রদান।
(খ) গত অর্থ বছরে জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্টের সংখ্যাঃ ২২টি ( করোনা মহামারীর কারণে কম)
(গ)(খ) গত অর্থ বছরে পশু জবাই হয়েছে মোটঃ ১৮,৩৮৯টি
১১। অন্যান্য:
অঞ্চল-০৩ (দক্ষিণ কার্যালয়)
জন্ম নিবন্ধন শাখার ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্যাদী
১/ শাখা বিষয়ে বিস্তারিত তথ্যঃ-
ক) লক্ষ্যঃ- অঞ্চল -০৩, বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার ওয়ার্ড নং (১-৯) এর ম্যানুয়েলে এন্ট্রিকৃত হাতে লেখা জন্ম নিবন্ধনের অনলাইন সনদ প্রদান।
খ)কার্যাবালীঃ- কুমিল্লা সিটি কর্পোরেশন হতে বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার ওয়ার্ড নং (১-৯ পর্যন্ত) এর ম্যানুয়েলে এন্ট্রিকৃত জন্ম নিবন্ধনের বাংলা ও ইংরেজী সনদ, জন্ম তথ্য সংশোধন করে অনলাইন সনদ প্রদান করা। জন্ম নিবন্ধনের ২০০৮ সালের গেজেট অনুযায়ী ফি আদায় করে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে জমা প্রদান করা।
গ) শাখার সাধারণ তথ্যবলী (একনজরে)
ওয়ার্ড নং |
ম্যানুয়েলে এন্ট্রিকৃত জন্ম নিবন্ধন সংখ্যা |
কুমিল্লা সিটি কর্পোরেশন, অঞ্চল ০৩, ওয়াড নং ১৯-২৭ (বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার ওয়ার্ড নং ১-৯) |
৬৩,৩৮০ টি |
২। নাগরিকসেবাঃ-
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রযোজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধপদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল নাম্বার |
জন্ম নিবন্ধন |
হাতে লেখা পুরাতন অনলাইনে জন্ম সনদ প্রদান
|
১/পুরাতন জন্ম নিবন্ধন সনদ ২/এনআইডি/পাসপোর্ট/ পিএসসি, জেএসসি ও এস এস সি সনদের ফটোকপি ৩/ নিবন্ধনকৃত ব্যক্তির মা ও বাবার এনআইডি কার্ডের ফটোকপি ৪/ বাড়ির হোল্ডিং নাম্বার |
জন্ম নিবন্ধন গেজেট ২০১৮ অনুযায়ী ফি আদায় করা হয়
|
১৫ কার্যদিবস |
মোসাঃ খালেদা আক্তার পদবীঃ মেডিকেল টেকনোলজিস্ট (চঃদাঃ), মোবাইলঃ ০১৮১২৩৮৭২২৮ |
৩। শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল
৪।শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্মবন্টন ও বিভাজন মোবাইল নাম্বার ।
এলাকা/কাজেরনাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদেরনাম, পদবী ও মোবাইল নাম্বার |
ম্যানুয়েলে এন্ট্রিকৃত হাতে লেখা জন্ম নিবন্ধনের অনলাইন সনদপত্র প্রদান |
মোসাঃ খালেদা আক্তার পদবীঃ মেডিকেল টেকনোলজিস্ট (চঃদাঃ), মোবাইলঃ ০১৮১২৩৮৭২২৮
|
রেজিষ্টার লেখা, জন্ম সনদ প্রদানে সহায়তা করা |
মোসাঃ রহিমা বেগম পদবীঃ এম আর কর্মী, মোবাইলঃ ০১৬২৫০৪৫০৮৫ |