Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২১

ট্রেড-লাইসেন্স

                      

   

  তথ্য হাল নাগাদ কার্যক্রম চলমান

                       

১/শাখা বিষয়ে বিস্থারিত তথ্যঃ- কুমিল্লা সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখা হতে বর্তমানে ট্রেড লাইসেন্স  ম্যানুয়েল এবং অনলাইন দুই ভাবেই প্রদান করা হয় ও  পায়ে চালিত রিক্সা লাইসেন্স প্রদান করা হয়। এই সকল লাইসেন্স এর সকল তথ্য রেজিষ্টারের মাধ্যমে সংরক্ষণ করা হয় ।

ক) লক্ষ্যঃ- বর্তমানে  আমরা সিটি কর্পোরেশন এলাকা হতে  ৮০% ব্যাবসায় প্রতিষ্ঠানের  লাইসেন্স আওতায় আনতে পেরেছি। আমাদের লক্ষ্য ১০০%  ব্যাবসায় প্রতিষ্ঠানকে লাইসেন্সের আওতায় আনা আমাদের লক্ষ্য ।

খ) কার্যাবালীঃ- কুমিল্লা সিটি কর্পোরেশন হতে বর্তমানে ম্যানুয়েল এবং অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান করা হয় ও পায়ে চালিত রিক্সার লাইসেন্স প্রদান করা হয় । কুমিল্লা সিটিকর্পোরেশন হতে সেপ্টেম্বর মাসে থেকে ক্যাম্পিং এর মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ২৭ টি ওয়ার্ডে কুমিল্লা সিটি কর্পোরেশন হতে অভিযান পরিচালনা করে লাইসেন্স প্রদান এ লাইসেন্স এর ফি আদায় করা হয়।

গ) শাখারসাধারণ তথ্যবলী (একনজরে)

              ওয়ার্ড নং

          লাইসেন্স সংখা

                 মোট আয়

              ১ নং থেকে ২৭ নং

১০,৭৫০ টি

৩,৫৮,৩৯৯৫০/- (২০২০-২০২১)

 

 

 

 

লাইসেন্স থেকে আয় দশ বছরঃ

                          অর্থ  বছর

                        মোট আয়

২০১১-২০১২

৯২,৪৪,৫৩০/-

২০১২-২০১৩

৯৭,৩১,০৯০/-

২০১৩-২০১৪

১,০৮,১২,৩৩০/-

২০১৪-২০১৫

১,২০,৮৫,৫৮৫/-

২০১৫-২০১৬

২,১৩,৫৮,৪৩৩/-

২০১৬-২০১৭

১,৯৭,৮৮,৩০০/-

২০১৭-২০১৮

২,৩৬,৩৬,৭৭৫/-

২০১৮-২০১৯

২,৬১,৬৩,১০৭/-

২০১৯-২০২০

২,৭৮,৩৬,১২০/-

২০২০-২০২১

৩,৫৮,৩৯,৯৫০/-

 

 

 

 

 

 

 

২। নাগরিক সেবাঃ-

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

ফরম ও প্রযোজনীয় কাগজপত্র

সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল নাম্বার

 ট্রেড লাইসেন্স

ম্যানুয়েল ও

অনলাইন প্রদান

 

আবেদন ফরম,

এন আই ডি ফটোকপি ও

ভাড়ার,চুক্তি পত্র

২০১৬ এর তফসিল অনুযায়ী

গ্রাহক সরাসরি ব্যাংকে জমা প্রদান করে

২ কার্য দিবস

কাজী আতিকুর রহমান (০১৭১৬৮৯৩০৬১)

মোঃ রোবিউল ইসলাম চৌধুরী ০১৮১৮২৭০১০৬

 

 

 

 

 

 

 

 

 

৩।শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল = আর্দশ কর তফসিল-২০১৬

৪। শাখার কর্মকর্তা ও কর্মচারীদেরমধ্যে কর্মবন্টন ও বিভাজন মোবাইল নাম্বার ।

             এলাকা/কাজের নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের নাম, পদবী ও মোবাইল নাম্বার

অঞ্চল-১

ওয়ার্ড নং ১ থেকে ১৮

কাজী আতিকুর রহমান ( লাইসেন্স অফিসার) ০১৭১৬৮৯৩০৬১

 

অঞ্চল-২

ওয়ার্ড নং ১৯ থেকে ২৭

মোঃ রোবিউল ইসলাম চৌধুরী ( লাইসেন্স পরিদর্শক) ০১৮১৮২৭০১০৬

 

 

৫। শাখার কাজের বিস্তারিত পরিসংখ্যান, অতীতে রেকর্ড-বর্তমান অবস্থা-ভবিষ্যত পরিকল্পনা (যদি থাকে)

ক)

খ)

গ)

 

৬) এই শাখার কাজের কিছু সচিত্রছবি

 

১৯-২৭ নং ওয়ার্ড 

১/ শাখা বিষয়ে বিস্তারিত তথ্যঃ-

ক) লক্ষ্যঃ-  অঞ্চল -০৩, ওয়ার্ড নং (১৯-২৭)  এ  অবস্থিত সকল ব্যাবসা প্রতিষ্ঠানকে দ্রুত ট্রেড লাইসেন্স এর  আওতায় এনে রাজস্ব আদায় বৃদ্ধি করা।

খ)কার্যাবালীঃ- কুমিল্লা সিটি কর্পোরেশন হতে বর্তমানে ম্যানুয়েল এবং অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান করা হয় এবং পায়ে চালিত রিক্সার লাইসেন্স প্রদান করা হয় । কুমিল্লা সিটি কর্পোরেশন হতে সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পিং এর মাধ্যমে বিভিন্ন মার্কেট ও (১৯-২৭) নং ওয়ার্ডের  এলাকা ভিত্তিক ভ্রাম্যমান টিম এর মাধ্যমে তাৎক্ষণিক আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি আদায় পূর্বক ট্রেড লাইসেন্স প্রদান করা।

গ) শাখার সাধারণ তথ্যবলী (একনজরে) ঃ

ওয়ার্ড নং

লাইসেন্স সংখ্যা (২০২০-২০২১)

মোট আয় ( ম্যনুয়াল এবং অনলাইন)

(১৯-২৭)

২২৫৭ টি

৯০,৩৯,২৭১/- (২০২০-২০২১)

২। নাগরিকসেবাঃ-

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

ফরম ও প্রযোজনীয় কাগজপত্র

সেবামূল্য ও পরিশোধপদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল নাম্বার

ট্রেড লাইসেন্স প্রদান

ম্যানুয়েল ও

অনলাইনে প্রদান

 

আবেদন ফরম,

এনআইডি/পাসপোর্ট/ জন্ম নিবন্ধন ফটোকপি ও

ভাড়ার চুক্তিপত্র/ হোল্ডিং টেক্স পরিশোধের ফটোকপি

আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি ব্যাংকে জমা  পূর্বক ম্যানুয়াল ট্রেড প্রদান এবং ই- ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ পূর্বক ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।

 

সর্বোচ্চ ২ কার্যদিবস এর মধ্যে আবেদনের নিষ্পত্তি করা হয়।

মোঃ রবিউল ইসলাম চৌধুরী ০১৮১৮২৭০১০৬

 

 

৩। শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল = আর্দশকর তফসিল, ২০১৬

৪।শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্মবন্টন ও বিভাজন মোবাইল নাম্বার ।

এলাকা/কাজেরনাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদেরনাম, পদবী ও মোবাইল নাম্বার

অঞ্চল-২

ওয়ার্ড নং (১৯ – ২৭)

ট্রেড লাইসেন্স আবেদন তদন্ত, পরিদর্শন এবং লাইসেন্স প্রস্তুত

মোঃ রবিউল ইসলাম চৌধুরী,

পদবীঃ লাইসেন্স পরিদর্শক (চঃদাঃ),

মোবাইলঃ  ০১৮১৮২৭০১০৬

 

অঞ্চল-২

ওয়ার্ড নং (১৯ – ২৭)

লাইসেন্স প্রস্তুত

মোসাঃ নাছরিন সুলতানা কাকুলী

পদবীঃ লাইসেন্স পরিদর্শক (অতিঃ দাঃ)

মোবাইলঃ ০১৭৩৪৬১৩৩০২

 

রেজিষ্টার লেখা, ট্রেড লাইসেন্স আবেদনে সহায়তা করা

মোঃ কামাল খান

পদবীঃ এম আর কর্মী, মোবাইলঃ ০১৮১৪৯৭২১৩৫

লাইসেন্স শাখার যাবতীয় কাজে সকলকে সহায়তা করা/ অফিস সহায়ক

মোঃ এনামুল হক

পদবীঃ এম আর কর্মী, মোবাইলঃ ০১৯৩১১২৭০৮৯