১। শাখা বিষয়ে বিস্তারিত তথ্য:
ক) লক্ষ্য: শুনানীর গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত বার্ষিক মূল্যায়ণ চূড়ান্ত করা।
খ) কার্যাবালী: (র) প্রতি ০৫(পাঁচ) বছর পরপর যথাযথ নিয়ম অনুস্মরণ করে সিটি কর্পোরেশনে অবস্থিত হোল্ডিং সমূহের মাঠ জরীপ পূর্বক প্রস্তাবিত বাৎসরিক মূল্যায়ণ প্রস্তুত করে রিভিউ বোর্ডের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে চূড়ান্ত বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা।
(ii) অন্তবর্তীকালীন হোল্ডিং জরিপ কাজ করা।
(iii) নতুন হোল্ডিং সৃষ্টিকরণ/পৃথকীকরণ/নামজারী করা।
গ) শাখার সাধারণ তথ্যাবলী(এক নজরে): স্থায়ী কর্মকর্তা/কর্মচারী = ০২জন
এম.আর কর্মী = ০১জন
মোট = ০৩জন
২। নাগরিক সেবা:
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
হোল্ডিং কর নির্ধারণ |
স্থাপনা জরিপ ও মূল্যায়ণ |
কর নির্ধারণী ফরম-বি, জরিপ সিট |
--- ৩০(ত্রিশ) দিন
|
মো: ইকবাল হোসেন ভুইয়াঁ, কর নির্ধারণ কর্মকর্তা ০১৭১৫-৮২৪৭১৬ |
২। অভ্যন্তরীণ সেবা:
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
জরিপ সংশোধন |
সরেজমিনে তদন্ত |
লিখিত আবেদন |
--- ০৭ (সাত)দিন
|
মো: ইকবাল হোসেন ভুইয়াঁ, কর নির্ধারণ কর্মকর্তা ০১৭১৫-৮২৪৭১৬ |
|
ফরম-পি |
রশিদ |
করের বিলের কপি |
২০/- (বিশ) টাকা |
তাৎক্ষণিক |
মো: ইকবাল হোসেন ভুইয়াঁ,
কর নির্ধারণ কর্মকর্তা
01715-824716 |
হোল্ডিং সৃষ্টি করণ/ নামপরিবর্তন |
সরেজমিনে তদন্ত |
হোল্ডিং সৃষ্টিকরণ ফরম, দলিলের ফটোকপি, খতিয়ানের ফটোকপি ও পাশ^বর্তী হোল্ডিং নং (যদি থাকে) |
দানপত্র/হেবানামা সর্বসাকুল্যে ২,০০০/- সাফ কবলা দলিলে উল্লেখিত মূল্যের প্রতি লক্ষ টাকায় ২০০/- হারে। হিসাব শাখায় নগদ জমা প্রদান। |
১৫(পনের) দিন |
মো: ইকবাল হোসেন ভুইয়াঁ, কর নির্ধারণ কর্মকর্তা 01715-824716 |
৩। শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইন সমূহের নাম ও পিডিএফ ফাইল: (র) সিটি কর্পোরেশন সমূহের (কর) বিধি, ১৯৮৬
(ii) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
(iii) সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬
৪। শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্মবন্টনা বিভাজন মোবাইল নম্বর সহ:
ক্র:নং |
কর্মস্থল/ ওয়ার্ড নং |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম |
পদবী |
মোবাইল নম্বর |
|
01 |
১৯ -২৭ ওয়ার্ড কাজের মনিটরিং, দাপ্তরিক কার্যক্রম |
মোঃ ইকবাল হোসেন ভুইয়া |
কর নির্ধারণ কর্মকর্তা |
01715-824716 |
|
02 |
|
মো: কাঊসার মিয়া |
অফিস সহায়ক |
01710-371480 |
|
03 |
|
মোঃ মিজানুর রহমান
|
এম.আর কর্মী |
01715-631214 |
|
মাঠ জরিপ চলাকালীন সময় কর আদায় শাখার স্থায়ী এবং এম আর কর্মীর সমন্বয়ে মাঠ জরিপ কাজ সম্পন্ন করা হয়।
০৫। শাখার কাজের বিস্তারিত পরিসংখ্যান, অতীত রেকর্ড-বর্তমান অবস্থা-ভবিষ্যত পরিকল্পনা (যদি থাকে):
ক) বিসিক ব্যতীত সকল হোল্ডিং সমুহের কর শুনানী শেষ হয়েছে।
খ) বিসিক এর শুনানী প্রক্রিয়াধীন
গ)অন্তবর্তী কালীন হোল্ডিং জরীপের মাধ্যমে সদ্য নির্মিত স্থাপনা সমুহের বার্ষিক মূিল্যয়ন প্রস্তাব করা।
ঘ) নতুন করে ১ লা জুলাই ( ২২-২৩) অর্থ বছরে ৩য় পঞ্চ বার্ষিকী কার্যকর করা হবে।
গ) অন্তবর্তী কালীন হোল্ডিং জরীপের মাধ্যমে সদ্য নির্মিত স্থাপনা সমূহের বার্ষিক মূল্যায়ন প্রস্তাব করা।
০৬। এ শাখার কাজের কিছু সচিত্র ছবি:
০৭। বিভিন্ন ফরম এর নাম ও পিডিএফ কপি: (র) সাধারণ (পঞ্চবার্ষিকী) কর নির্ধারণ জরিপ বিবরণ
(ii) ফরম-পি
(iii) নতুন হোল্ডিং সৃষ্টিকরণ/পৃথকীকরণ/নামজারী আবেদন পত্র
০৮। যোগাযোগ: পায়ে হেঁটে ও যানবাহনে(নিজ খরচে)
০৯। গত ১ বছরের অর্জন বা কাজের তালিকা:
(২০২০-২০২১)ঃকরদাবী-১৪,১০,৭০,০০০৳(চৌদ্দ কোটি দশ লক্ষ সত্ত্র হাজার) টাকা
(২০২১-২০২২)ঃকরদাবী ১৭,৯০,৬১০০০৳(সতের কোটি নব্বই লক্ষ একষট্টি হাজার) টাকা
১০। অন্যান্য: