Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২১

ভিশন, মিশন ও প্রধান কার্যাবলী

 

কুমিল্লা সিটি কর্পোরেশন

 

ভিশন:পরিকল্পিত নগরায়ন

 

কুমিল্লা সিটি কর্পোরেশন

বিভাগের নাম: প্রশাসন

বিভাগের ভিশন: দক্ষ জনবল ও শক্তিশালী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা

মিশন সমূহ

  • সক্ষম আন্ত:বিভাগীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
  • দক্ষ ও আইসিটি জ্ঞান সম্পন্ন জনবল তৈরীতে কার্যকর ভূমিকা রাখা।
  • প্রশাসনিক ব্যবস্থাপনার আওতায় পরিচালিত সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে মাল্টিমিডিয়ার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ।
  • স্বচ্ছ ও কার্যকর ডকুমেন্টেশন ভিত্তিক প্রশাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করা।

বিভাগের নাম: হিসাব

বিভাগের ভিশন: দক্ষ ও যুগোপযোগী হিসাব ব্যবস্থাপনা গড়ে তোলা

মিশন সমূহ

  • সমন্বিত সফটওয়্যার ও কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থা তৈরীতে হিসাব বিভাগকে সক্ষম করে তোলা।
  • আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
  • দক্ষ জনবল তৈরীতে হিসাব বিভাগের কার্যকর ভূমিকা পালনের উদ্যোগ গ্রহণ।
  • অভ্যন্তরীণ অডিট টিমের নিরীক্ষার মাধ্যমে সরকারি ব্যয়ে আর্থিক বিধি বিধান অনুসরণ নিশ্চিত করা।

বিভাগের নাম: রাজস্ব

বিভাগের ভিশন: পরিকল্পিত নগরায়নের জন্য রাজস্ব আদায় বৃদ্ধিকরণ

মিশন সমূহ

  • দক্ষ জনবল তৈরীতে রাজস্ব বিভাগের উদ্যোগ গ্রহণ।
  • কম্পিউটারাইজড পদ্ধতিতে হিসাব ও নথি সংরক্ষণ করা।
  • সমন্বিত সফটওয়্যার ও কম্পিউটারাইজড পদ্ধতিতে আদায়ের ব্যবস্থা করা।
  • অনলাইনে সকল প্রকার লাইসেন্স সেবা প্রদান।
  • আধুনিক ও স্বচ্ছ মার্কেট ব্যবস্থাপনা গড়ে তোলা।

বিভাগের নাম: প্রকৌশল

বিভাগের ভিশন: পরিকল্পিত, টেকসই এবং আধুনিক অবকাঠামো নির্মাণে দক্ষ এবং সুসজ্জিত প্রকৌশল বিভাগ তৈরি করা

মিশন সমূহ

  • দক্ষ জনবল তৈরীতে কার্যকর ভূমিকা রাখা।
  • চিত্তবিনোদনের জন্য সর্বোচ্চ সুযোগ তৈরীতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ।
  • অত্যাধুনিক এবং সুসজ্জিত শহর (প্রশস্ত সড়ক, নেটওয়ার্ক, ড্রেন, সড়কবাতি, মার্কেট, বাস টার্মিনাল, কমিউনিটি সেন্টার ইত্যাদি) গড়ে তুলতে প্রকৌশল বিভাগকে সক্ষম করে তোলা।
  • মাষ্টার প্ল্যান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
  • জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বিভাগের নাম: নগর পরিকল্পনা

বিভাগের ভিশন: পরিকল্পিত আধুনিক পরিবেশবান্ধব নগর গড়ে তোলা

মিশন সমূহ

  • বিস্তারিত মাষ্টারপ্ল্যান তৈরী এবং সঠিক প্রয়োগে কার্যকর ভূমিকা রাখা।
  • জনদূর্ভোগ লাঘবে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতিতে সহায়ক ভূমিকা পালন করা।
  • একটি দক্ষ এবং সমৃদ্ধ পরিকল্পনা ইউনিট গড়ে তোলা।
  • নগরবাসীদের জন্য চিত্তবিনোদনের সুযোগ তৈরীতে উন্মুক্ত স্থানের সঠিক ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিতকরণ।
  • পরিবেশ বান্ধব এবং টেকসই পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখা।

 

বিভাগের নাম: স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা

বিভাগের ভিশন: দক্ষ ও স্থায়ী জনবলের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা

মিশন সমূহ

  • ইপিআই কার্যক্রমের মাধ্যমে মা ও শিশুর টিকা প্রদান নিশ্চিত করা।
  • হোটেল রেঁস্তোরার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যমান নিশ্চিতকরণে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা।
  • সঠিক ও নির্ভুলভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা।

 

বিভাগের নাম: পরিষ্কার-পরিচ্ছন্নতা

বিভাগের ভিশন: সকল নাগরিকদের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর জীবন উপহার দিতে দক্ষ এবং আধুনিক ইউনিট হিসেবে গড়ে তোলা

মিশন সমূহ

  • সেবা প্রদানে স্বচ্ছ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা।
  • অঞ্চল ভিত্তিক সেবা প্রদান পদ্ধতি ও নিয়ম মাফিক ময়লা আবর্জনা সংগ্রহ, অপসারণ ও সঠিক উপায়ে ব্যবস্থাপনা।
  • আধুনিক পদ্ধতির মাধ্যমে ময়লা আবর্জনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ ও সার উৎপাদনসহ 3R (Recycle, Reduce, Reuse) নিশ্চিতকরণ।
  • দক্ষ জনবল তৈরীর উদ্যোগ গ্রহণ।
  •  
  • প্রধান সেবাসমূহ/কার্যক্রম:

  • রাস্তা-ঘাট, ড্রেন, ফুটপাত, মার্কেট ও বিভিন্ন প্রকার অবকাঠামোর উন্নয়ন
  • ড্রেন ও রাস্তা পরিস্কার
  • বর্জ্য অপসারণ
  • সড়ক বাতি
  • বৈদ্যুতিক এলাকা সম্প্রসারণ
  • পানি সংযোগ
  • বিল বিতরণ
  • ইপিআই কর্মসূচীর আওতায় মা ও শিশুদের টিকাদান(স্থায়ী কেন্দ্র-০৩টি, অস্থায়ী-৫৩টি)
  • মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান
  • আগন্তুকদের আগমনের উদ্দেশ্য ও কারণ নির্ণয়/লিপিবদ্ধ করা
  • আগন্তুকদের সঠিক দিক নির্দেশনা প্রদান
  • বিভিন্ন প্রকার আবেদন পত্র গ্রহন ও তা সংশিস্নষ্ট শাখায় প্রেরণ
  • নিরক্ষর আগন্তকদের আবেদনপত্র লিখতে সহযোগিতা প্রদান
  • মেয়র ও কাউন্সিলরবৃন্দের মোবাইল/ ফোন নাম্বার প্রদান
  • সিটি কর্পোরেশন এর সেবার মান উন্নয়ন সম্পর্কে পরামর্শ গ্রহণ ও তা মেয়রের নিকট প্রেরণ
  • সিটি কর্পোরেশনের সেবা সংক্রান্ত অথবা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও মেয়রের নিকট প্রেরণ
  • অভিযোগ বাছাই করে শুনানির জন্য নির্বাচিত অভিযোগকারীকে অবহিতকরণ
  • অভিযোগের শুনানি ও নিস্পত্তি করা
  • নাগরিক সনদ পত্র
  • ওয়ারিশ সনদ পত্র
  • বিবাহ তালাক সম্পর্কিত অভিযোগের নিষ্পত্তি
  • অপরাধ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি
  • পরিবেশ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি
  • গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও এককালীন অনুদান প্রদান
  • মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা ও বিভিন্ন স্কুল,মাদ্রাসা/মসজিদের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ
  • ক্লাব/ সমিতি ও পাঠাগারে সহায়তা প্রদান
  • সিটি মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও সভা অনুষ্ঠানের আয়োজনে সুযোগ প্রদান
  • আর্থিক অনুদান (শিক্ষা প্রতিষ্ঠান/মেধাবী ও দরিদ্র ছাত্র) 
  • দরিদ্র ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান
  • বস্তি এলাকায় চিহ্ণিতকরণ ও তালিকা সংরক্ষণ
  • বস্তিবাসীর তালিকা প্রণয়ন
  • বস্তিবাসীর জীবন উন্নয়ননের জন্য ঋণ বিতরণ
  • সিটি কর পরিশোধ সংক্রান্ত সনদ পত্র
  • ভূমির সীমানা নির্ধারণ সনদ
  • রাস্তা কর্তনের অনুমতি (গ্যাস/ পানি লাইন ইত্যাদি নেওয়ার জন্য)
  • ইমারত নির্মাণ/পুন: নির্মাণ অনুমোদন
  • নগর এলাকার কোন স্থানে উন্নয়ন সংক্রান্ত তথ্য প্রদান
  • মিল কারখানার জন্য No-Objection Certificate
  • মহামারী রোগ নিয়ন্ত্রণ
  • মৃত্যু সনদপত্র
  • জন্ম সনদপত্র
  • নগর এলাকায় জবাইয়ের পূর্বে পশুর মান নিয়ন্ত্রণ
  • পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগত মান নিশ্চিতকরণ
  • পরিবেশ বিষয়ক ছাড়পত্র
  • মশক নিধন কর্মসূচী
  • মৃত জীব জন্তুর দেহ অপসারণ