১। শাখা বিষয়ে বিস্তারিত তথ্য:
ক) লক্ষ্য: আধুনিক পরিকল্পিত নগর বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়ন।
খ) কার্যাবালী:
০১) অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন
০২) জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা, ড্রেন, ফুটপাত, প্রতিরোধ দেয়াল নির্মাণ ও উন্নয়ন।
০৩) নাগরিকদের ব্যবহৃত পানি ও জলাবদ্ধতা দূরিকরণের জন্য ড্রেন নির্মাণ ও উন্নয়ন।
০৪) হাটবাজার নির্মাণ ও উন্নয়ন।
০৫) রাস্তা আলোকিত করণের জন্য সড়ক বাতি স্থাপন ও মেরামত।
০৬) নগরবাসীদের সুপিয় পানি সরবরাহের জন্য পানি সরবরাহ লাইন স্থাপন, সম্প্রসারণ, উৎপাদন নলকূপ স্থাপন ও মেরামত।
০৭) বজ্র অপসারণ কাজে যানবাহন, ভ্যন গাড়ি, ট্রলি, কম্পেক্টর ইত্যাদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ।
০৮) গৃহস্থলি বজ্র অপসারণের জন্য ডাস্টবিন ও ট্রান্সফার স্টেশন নির্মাণ ও উন্নয়ন।
০৯) গণশৌচাগার নির্মাণ ও উন্নয়ন।
১০) বায়ু দুষন রোধের জন্য রাস্তায় পানি ছিটানো কাজ।
২।নাগরিক সেবা:
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
০১) ইমারতের নকশা অনুমোদন ও মান নিয়ন্ত্রণ |
নাগরিকদের ইমারত নির্মাণের নকশা ও গুনগতমান নিয়ন্ত্রণের জন্য গঠিত কমিটি কর্তৃক অনুমোদন |
০১) নাগরিক কর্তৃক নকশা অনুমোদনের আবেদন ফরম ও নকশা এবং জায়গার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমাকরণ। |
গঠিত কমিটির মাধ্যমে অনুমোদন এবং অনুমোদন ফি জমা রেখে ইমারত নির্মাণের জন্য অনুমতি প্রদান। |
৬০দিন |
১) ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সাভের্য়ার/উপ-সহকাররী প্রকৌশলী - (ক) জনাব মো: আব্দুর রব ভূইয়া- ০১৭১৬৯৮৫৩৭০, (খ) জনাব কাজী মাকসুদুর রহমান- ০১৭৫৩২৩৬৭৬০, (গ) জনাব মো: আবুল কাশেম- ০১৭১২৬৫০৩৬০। ২) দায়িত্বপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ কর্তৃক নকশা অনুমোদনের জন্য এগার সদস্য বিশিষ্ট কমিটির সভা আহবান ও কার্যবিবরণী প্রস্তুত করণ- জনাব মো: আব্দুস সালাম- ০১৬৭৮১৭৫০৩৩ ৩) হিসাব শাখা কর্তৃক নকশা অনুমোদন ফি জমা করণ- জনাব মো: নূর নবী আজাদ- ০১৭২২১০১৭৩৩ |
০২) গ্যাস সংযোগের জন্য ছাড়পত্র প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন |
আবেদন পত্র গ্রহন ও সরেজমিনে সার্ভেয়ার কর্তৃক তদন্তকরে রাস্তা ক্ষতিপূরণ ফি নির্ধারণ |
ব্যাংকের মাধ্যমে ক্ষতিপূরণ ফি পরিশোধ |
১৫দিন |
সংশ্লিস্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার/ উপ-সহকাররী প্রকৌশলী- (ক) জনাব মো: আব্দুর রব ভূইয়া- ০১৭১৬৯৮৫৩৭০, (খ) জনাব কাজী মাকসুদুর রহমান- ০১৭৫৩২৩৬৭৬০, (গ) জনাব মো: আবুল কাশেম- ০১৭১২৬৫০৩৬০। |
০৩) পানি সংযোগের জb¨ ছাড়পত্র প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন |
আবেদন পত্র গ্রহন ও সরেজমিনে পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক তদন্তকরে রাস্তা ক্ষতিপূরণ ফি নির্ধারণ |
ব্যাংকের মাধ্যমে ক্ষতিপূরণ ফি পরিশোধ |
১৫দিন |
সংশ্লিস্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পানি শাখার কর্মচারী |
০৪) ঝুকিপূর্ণ ভবন ও অবৈধ স্থাপনা অপসারণ |
সরেজমিনে তদন্ত করে ঝুকিপূর্ণ ভবন ও অবৈধ স্থাপনা চিহ্নিত করণ |
সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রদান |
ঝুকিপূর্ণ ভবন ও অবৈধ স্থাপনার মালিক কর্তৃক অবৈধ স্থাপনা অপসারণের নির্ধারিত সময়ের পর সিটি কর্পোরেশন কর্তৃক অপসারণ করে খরচের অর্থ করের মাধ্যমে আদায় |
৩০দিন |
দায়িত্বপ্রাপ্ত সাভের্য়ার, প্রকৌশলী ও কনজারভেন্সি কর্মচারীর সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপসারণ কাজ সমাপ্ত করণ |
০৫) ঠিকাদারী/ সরবারাহকারী প্রতিষ্ঠান নিবন্ধন ও নবায়ণ |
নির্ধারিত ফরমে আবেদন ও কমিটির মাধ্যমে অনুমোদন |
ঠিকাদার কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল |
চালানের মাধ্যমে নিবন্ধন ও নবায়ণ ফি পরিশোধ করণ |
৩০দিন |
নির্ধারিত কমিটির মাধ্যমে অনুমোদন |
২। আভ্যন্তরীণ সেবা
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম ও মোবাইল |
০১) প্রশিক্ষণ |
প্রকল্প কাজের গুনগতমান রক্ষার জন্য মাঠ পর্যায়ে প্রকল্প কাজে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান |
Quality Control Format সরবরাহ করণ |
|
০৩দিন |
দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক কর্তৃক প্রশিক্ষণ প্রদান |
০২) উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত ও বাস্তবায়ন |
অর্থ বছর বিভিন্ন ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সমূহ তালিকা ও প্রাক্কলন প্রস্তুত করণ এবং মাসিক সাধারন সভায় উপস্থাপন |
রেজিস্টার এর মাধ্যমে তালিকা প্রস্তুত ও প্রাক্কলিত ফরমে গৃহীত প্রকল্পের প্রাক্কলন প্রস্তুত করণ |
|
গৃহীত প্রকল্পের NOA ও এগ্রিমেন্ট সম্পন্ন করত: নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন |
সংশ্লিস্ট দায়িত্ব প্রাপ্ত ক) উপ- সহকারী প্রকৌশলী, খ) সহকারী প্রকৌশলী, গ) নির্বাহী প্রকৌশলী, ঘ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঙ) প্রধান প্রকৌশলী। |
০৩) কর্মচারীদের হাজিরা নিশ্চিতকরণ |
দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর গ্রহণ |
সরবরাহকৃত হাজিরা খাতা |
|
সকাল ০৯.০০টা থেকে ৯.৩০টা পর্যন্ত স্বাক্ষর গ্রহণ এবং বিকাল ৫.০০টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিতি |
জনাব মো: মাঈন উদ্দিন চিশতী, নির্বাহী প্রকৌশলী (চ:দা:) ০১৭১৬০৬৫১৮৫ |
০৪) আসবাবপত্র সরবরাহ |
চাহিদা অনুযায়ী প্রয়োজনীয়তা নিরীক্ষা করে সরবরাহ করণ |
নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করা |
|
৩০দিন |
দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী |
০৫) দাপ্তরিক নথি ব্যবস্থাপনা |
নথির বিষয় নথি নং, সন, বিভাগ, উপ-বিভাগ ইত্যাদি নথির কভারে লিপিবদ্ধ করণ ও রেজিস্টারে লিপিবদ্ধ করণ |
নথির রেজিস্টার |
|
২৪ঘন্টা |
জনাব মো: আনিছুর রহমান, অফিস সহকারী ০১৭৮১৭২৭৬৪৪ |
০৬) সাধারন মাসিক সভার কার্যবিবরণী সংরক্ষণ
|
সাধারন মাসিক সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ |
সাধারন মাসিক সভার কার্যবিবরণী সংরক্ষণ |
|
৩০দিন |
প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৭) অডিট আপত্তি নিষ্পত্তি করণ |
অডিট আপত্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট আপত্তির নথিপত্র নিরীক্ষা দলের নিকট উপস্থাপন |
অডিট আপত্তির প্রেক্ষিতে স্থানীয় অফিস কর্তৃক জবাব প্রদান |
|
আপত্তি প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে |
সংশ্লিষ্ট নথির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
৩। শাখার সংশ্লিষ্ট পরিপত্র ও আইনসমূহের নাম ও পিডিএফ ফাইল-
ক) উন্নয়ন সহায়তা প্রকল্প গ্রহণের পরিপত্র।
খ) ইমারত/স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুনগতমান নিশ্চিত করণের জন্য ১১ সদস্য বিশিষ্ট কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন।
গ) ইমারত নির্মাণ বিধিমাল ১৯৯৬।
ঘ) ইমারত নির্মাণ আইন ১৯৫২।
ঙ) বিএমডিসি (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) জলাশয় ভারটের নীতিমালা।
চ) পিপিআর (পাবলিক পকিউরম্যান্ট রোল)-২০০৮
ছ) সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা-২০১৪
০৫। শাখার কাজের বিস্তারিত পরিসংখ্যান, অতীত রেকর্ড-বর্তমান অবস্থা-ভবিষ্যত পরিকল্পনা (যদি থাকে)
ক) কুমিল্লা সিটি কর্পোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপি দাখিল করা হয়েছে। ডিপিপি অনুমোদন এবং ডিপিপিতে অন্তভুক্ত প্রকল্প সমূহ বাস্তাবয়ন হলে সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
খ) আধুনিক ¯øটারিং হাউজ (জবাই খানা) নির্মাণের পরিকল্পনা আছে।
গ) বজ্র ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত বজ্রের সাহায্যে ১. গ্যাস উৎপাদন, ২. সার উৎপাদন, ৩. জ্বালানী তৈল উৎপাদন সম্ভব হবে।
০৬। এ শাখার কাজের কিছু সচিত্র ছবি
০৮। বিভিন্ন ফরম এর নাম ও পিডিএফ কপি-
ক) প্রকল্প কাজের সময় বর্ধিত করণ ও সমাপ্তি ফরম
খ) ইমারতের নকশা অনুমোদন ফরম
গ) ঠিকাদারী তালিকাভূক্তি ও নবায়ন ফরম
০৯। যোগাযোগ
১০। গত ১ বছরের অর্জন বা কাজের তালিকা-
ক) সিটি কর্পোরেশনে বিকল্প রাস্তা নির্মাণ।
খ) সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নির্মাণ।
গ) জনসাধারন চলাচলের জন্য রাস্তা ও ফুটপাত নির্মাণ।
ঘ) জনসাধারনের ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি অপসারণের জন্য পাকা ড্রেন নির্মাণ।
ঙ) জাঙ্গালিয়া বাস টার্মিনাল নির্মাণ।
চ) নোওগা চৌমুহনী খালের উপর ব্রীজ নির্মাণ।
ছ) আক্রাম উদ্দিন কলেজের একাডেমিক ভবন নির্মাণ।
১১। অন্যান্য:
ক) সিটি পার্ক উন্নয়ন।
খ) কবরস্থান উন্নয়ন।
গ) বিজিবি কম্পাউন্ডে মেইন গেইট নির্মাণ।
Construct the Foot Over Bridges , Underpasses and Develop Low Lying Areas.
Take the Necessary Action for the Proper Lighting of the Public Streets.
Take Necessary Steps for the Watering of Public Streets for Comfort and Convenience of public.
Plant Trees on Public Streets and Other Public Places.
Implement the all Kinds of Development Plans.
Construct and Repair of Public Markets and Infrastructures of CUCC.
Improve the Traffic Signaling and Related Works.
Construct, Maintain and Improve the adequate Drainage system
Set Apart Suitable Places for Use by the Public for Bathing, for Washing Cloths
Maintain CUCC Park , Shishu Park , Play Ground and Asphalt Plant.